আমি ঊর্যর কাছে খুবই উপকৃত। আমার চোখের সমস্যা জেনে, তারা আমাকে চোখের ডাক্তার দেখিয়ে চিকিৎসা করেছে। চশমা করিয়ে দিয়েছে। সম্প্রতি আমার চোখের রেটিনার সমস্যা দেখা দিয়েছে। ঊর্যর সদস্যারা আমাকে নিয়ে সমানেই ডাক্তার দেখাচ্ছে। ঊর্যর মেয়েদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওদের মঙ্গল হোক। আমার আশীর্বাদ ও ভালোবাসা ওদের প্রতি রইলো।
নন্দা মাসিমা
আপনঘর বৃদ্ধাবাস
আমি আপন ঘরের একজন সদস্যা। আমার একটা চোখের ছানি পড়ায়, ঊর্যর দিদিরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমার চোখ অপারেশন হয়। আমি আবার দৃষ্টি শক্তি ফিরে পাই। দিদিরা যে ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে আমার এই অপারেশন করালেন তা ভুলবার নয়। আমি ধন্যবাদ দিয়ে ওনাদের ছোট করবনা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনাদের মঙ্গল হোক এবং আরও অনেক মানুষ ওনাদের কাছে এভাবেই উপকৃত হতে পারে। অফুরন্ত ভালবাসা রইল।
শিখা হাজরা
আপনঘর বৃদ্ধাবাস
প্রথমেই তোমাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। 'আপনঘরের' সদস্যাদের প্রতি তোমাদের যে ভালোবাসা তা আমরা বেশ উপলব্ধি করি। তোমাদের সঙ্গে 'আপনঘরের' পরিচিতি 2018 সাল থেকে। তোমরা সবাই আমাদের জন্য অনেক কিছু করেছো । 2019 সালে তোমরা আমাদের চারজনের cataract operation করালে এবং চশমা বানিয়ে দিলে, আমরা আজ অনেক ভালো দেখতে পাই। পরবর্তীকালে আরও অনেকের চোখের অপারেশন করিয়েছো। এরপর আসে corona virus। আমাদের হোমের যে সব রেশন লাগে, তা তোমরা পাঠিয়েছো। আমাদের vaccine দেওয়ার ব্যবস্থা করিয়েছো। দূর্গাপূজোয় তোমরা আমাদের প্রত্যেককে নতুন শারি দিয়েছ।আমাদের সবাইকে গাড়ি ক'রে ঠাকুর দেখাতে নিয়ে গেছো। আমাদের মন ভালো রাখতে তোমরা সিনেমা দেখিয়েছ। মাঝে মাঝেই দুপুরে বিশেষ খাবারের ব্যবস্থা করেছো। তোমাদের সাজানো একটি অঙ্কন প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করেছিলাম।
তোমরা আমাদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন এভাবেই কাজ ক'রে যেতে পারো। সকলের জন্য রইলো আমার আন্তরিক ভালোবাসা।
চশমা করিয়ে দিয়েছে। সম্প্রতি আমার চোখের রেটিনার সমস্যা দেখা দিয়েছে। ঊর্যর সদস্যারা আমাকে নিয়ে
সমানেই ডাক্তার দেখাচ্ছে। ঊর্যর মেয়েদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। ঈশ্বরের কাছে
প্রার্থনা করি ওদের মঙ্গল হোক। আমার আশীর্বাদ ও ভালোবাসা ওদের প্রতি রইলো।